বরিশালে ১৫০ জন দরিদ্র পরিবারকে অর্থ সহায়তা

বরিশাল সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৫০ দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি।
শুক্রবার বিকেলে বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ সম্মুখে তিনি পরিবারগুলোকে এই সহায়তা করেন।
১৫০ পরিবারকে নগদ তিন হাজার টাকার পাশাপাশি প্রত্যেককে একবান করে ঢেউটিনও দিয়েছেন বরিশাল সদর আসনের এই সাংসদ।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন আরও অনেক নেতা-কর্মী।
প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম জানিয়েছেন- ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সুপারিশে দরিদ্র পরিবারগুলো এই সহায়তা দিয়েছেন প্রতিমন্ত্রী।’